ঝিনাইদহের একটি মেহগনি বাগানে দিনভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় তারা একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় তাদের অভিযান শেষ হয়। অভিযান শেষে গ্রেনেডটি ধ্বংস করে যৌথবাহিনী।
এর আগে সকাল ৭টা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মেহগনি বাগানে এ অভিযান চালানো হয়।
সূত্র জানায়, অভিযানে আরজেএস ৩৬ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথবাহিনী গ্রেনেড উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেছে।
এনজে