হালনাগাদ ভোটার তালিকায় চট্টগ্রামে দুই লাখ ৫৭ হাজার নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে ১৮ বছর বয়সী নাগরিকদের ছবি তোলা কার্যক্রম শুরু হবে। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধনকেন্দ্রে নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণ) করা হবে।
গত ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়। একই সঙ্গে মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার তথ্য সংগ্রহ করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে নিবন্ধনকেন্দ্রে নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ১১ এপ্রিল মাস পর্যন্ত। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, চট্টগ্রামে বর্তমান ভোটার সংখ্যা ৬৫ লক্ষ ৩১ হাজার ৬১৮ জন। হালনাগাদে ভোটারযোগ্য ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। যা মোট সংগ্রহের তিন দশমিক ৯৩ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি তথ্য সংগ্রহ করা হয়েছে লোহাগাড়া, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায়। এ তিন উপজেলায় ৮ শতাংশের বেশি তথ্য সংগ্রহ করা হয়েছে।
কম তথ্য সংগ্রহ হয়েছে নগরের পাঁচলাইশ, কোতোয়ালী, পাহাড়তলী ও বন্দর থানা এলাকায়। এসব এলাকায় দুই শতাংশের কম তথ্য সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, হালনাগাদ কার্যক্রমে চট্টগ্রামে দুই লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নিবন্ধন করেন। এরমধ্যে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিক অর্থাৎ ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকের নিবন্ধন হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৬২ জন। ২ জানুয়ারি ২০০৭ থেকে ১ জানুয়ারি ২০০৮ পর্যন্ত জন্মগ্রহণকারী নাগরিক অর্থাৎ ১৮ বা ১৮ বছরের কম বয়সী আছেন ৯৫ হাজার ৯৭৩ জন। এছাড়া মারা যাওয়া ৬০ হাজার ৪৮৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে।
তালিকায় দেখা যায়, সবচেয়ে বেশি তথ্য সংগ্রহ হয়েছে জেলার লোহাগাড়া উপজেলায় ২১ হাজার ২৩৯ জন। যা সংগ্রহের ৮ দশমিক ৭৯ শতাংশ। বোয়ালখালীতে ১৮ হাজার ৫২৪ জন, ৮ দশমিক ৬৩ শতাংশ। আনোয়ারায় ২০ হাজার ২০৬ জন, ৮ দশমিক ৫১ শতাংশ। কম তথ্য সংগ্রহ হয়েছে নগরের ৬ নির্বাচনী কার্যালয় এলাকায়। পাঁচলাইশ থানায় ৫ হাজার ১২৭ জন। চান্দগাঁও এলাকায় ৬ হাজার ৪২৬ জন। কোতোয়ালী এলাকায় তিন হাজার ৬৭৩ জন। ডবলমুরিং এলাকায় ৮ হাজার ৮৪৭ জন। পাহাড়তলী এলাকায় ৫ হাজার ১৫৭ জন। বন্দর এলাকায় চার হাজার ৩৪৫ জন। শতকরা হিসাবে এক থেকে দুই শতাংশের কাছাকাছি।
এছাড়াও জেলায় কর্ণফুলী উপজেলায় তথ্য সংগ্রহ হয়েছে ৪ হাজার ৪১৭ জন। চন্দনাইশ উপজেলায় ৯ হাজার ৮৩২ জন। পটিয়া উপজেলায় ১৫ হাজার ৮০ জন। ফটিকছড়ি উপজেলায় ১০ হাজার ৪৫২ জন। বাঁশখালী উপজেলায় ২২ হাজার ৯৬৬ জন। মিরসরাই উপজেলায় ১২ হাজার ৭৮১ জন। রাঙ্গুনিয়া উপজেলায় ১৪ হাজার ৭৭৯ জন। রাউজান উপজেলায় ৯ হাজার ৯২১ জন। সন্দ্বীপ উপজেলায় ১০ হাজার ৮০৩ জন। সাতকানিয়া উপজেলায় ১৪ হাজার ৯৮৫ জন। সীতাকুণ্ড উপজেলায় ১৮ হাজার ১৩ জন। হাটহাজারী উপজেলায় ১৯ হাজার ৩৬২ জন।
এম জি