Top
সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিক দলের বিক্ষোভের মুখে নৌ-পরিবহন উপদেষ্টা

০৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে শ্রমিক দলের বিক্ষোভের মুখে নৌ-পরিবহন উপদেষ্টা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বন্দরের কার শেড পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বন্দরের কার শেডে প্রবেশের সময় বন্দর শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। বন্দরের সিসিটি ও এনসিটি ইয়ার্ডকে বেসরকারিকরণ না করার বিষয়ে তাঁর সঙ্গে বসতে চেয়েছিলেন তারা। বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে সেটি সম্ভব হয়নি বলেও অভিযোগ করেছেন শ্রমিক নেতারা।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এন সি টি ইয়ার্ড দুইটি তৈরি করা ইয়ার্ড। এই দুইটি দিয়ে চট্টগ্রাম বন্দর আরও লাভজনক প্রতিষ্ঠান হতে পারে। পাশাপাশি বন্দরের নিজস্ব পরিচালনায় এ দুটি ইয়ার্ড থাকলে প্রায় ৪ হাজার মত কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই আমরা এই দুটি ইয়ার্ডকে প্রাইভেটাইজড না করার জন্য উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করতে চেয়েছিলাম। বন্দর চেয়ারম্যান বরাবর ৪ ফেব্রুয়ারি চিঠিও দিয়েছি। কিন্তু বন্দর কর্তৃপক্ষের কিছু কর্মকর্তার অসহযোগিতার কারণে আমরা আজকে বাধ্য হয়ে বিক্ষোভ করছি।

পরবর্তীতে শুধুমাত্র শ্রমিকদের কথা শোনার জন্যই চট্টগ্রাম আসার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ থামে।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আমি যেহেতু নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয় দেখি, সেহেতু তাদের কথাগুলো আমি শুনেছি। আমি তাদের সঙ্গে আরও গুরুত্ব দিয়ে কথা বলার জন্য চট্টগ্রাম আসার প্রতিশ্রুতি দিয়েছি।

এম জি

শেয়ার