Top

আজ বিশ্ব ‘পরিবেশ দিবস’

০৫ জুন, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
আজ বিশ্ব ‘পরিবেশ দিবস’

বিশ্ব পরিবেশ দিবস আজ শনিবার ৫ জুন। এ বছর প্রকৃতিকে পুনরায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার প্রত্যয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে দিবসটি। বিশ্বজুড়ে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। জনজীবনকে রক্ষা করতে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করাকেই একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দ্রুত উন্নয়নের বিপরীতে ধ্বংস হয়ে চলেছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিনষ্ট হচ্ছে প্রকৃতির স্বাভাবিকতা। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বেড়েছে ঝড় বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। এসব থেকে জনজীবনকে রক্ষা করতে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করকেই একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জলবায়ু বিশেষজ্ঞ আতিক রহমান বলেন, ‘শীতলতম উত্তর মেরুর কাছে যেটা সেটা ৬ ডিগ্রি বেশি বেড়েছে, যা আমাদের দেশে দেড় ডিগ্রি বেশি বেড়েছে। উষ্ণতা বেড়ে যাচ্ছে, এবং শহরের উষ্ণতা আরো বাড়বে যত বেশি দালান হবে, যত বেশি রাস্তা হবে, যত বেশি গাড়ি চলবে। এসবের যে একটা উত্তাপ মানুষকে দুর্বিষহ করে তুলছে।’

ক্রমাগত বন উজাড়, জলাশয় ভরাটের পাশাপাশি অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ খনিজ উত্তোলনের মাধ্যমে যান্ত্রিকতার দিকে এগিয়ে চলার পথে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে মানুষ। ডেকে আনছে বিপদ।

বছর-বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে বিপন্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করেন গবেষকরা।

বুয়েট এর জলবায়ু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, ‘দূষণ কমানো ও ইকো সিস্টেম আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা গ্রিন এনভায়রমেন্ট বা ট্রি প্ল্যান্টেশন করতে পারি। এছাড়াও গুরুত্ব দেয়া হয়েছে সি লেভেল রাইজ ও ক্লাইমেট চেঞ্জের ফলে ভবিষ্যতে আমরা যে সকল দুর্যোগের মুখোমুখি হতে পারি সেগুলোকে কিভাবে কমাতে পারি।’

কিন্তু, এ বছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করেন পরিবেশ আন্দোলন কর্মীরা।

সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সর্দার বলেন, ‘এ বছর ৬ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যেখানে মাত্র ১,২২২ কোটি টাকার একটি বাজেট উপস্থাপন করা হয়েছে পরিবেশ খাতে। এটি একটি মন্ত্রণালয়ের জন্য নিতান্তই ছোট একটা বাজেট। আমাদের যে বন, পরিবেশ ও জলবায়ু যে মন্ত্রণালয় আছে সেখানে সরকারের আরো বেশি মনযোগী হওয়া উচিত।’

শেয়ার