Top
সর্বশেষ
চলতি হিসাবে উদ্বৃত্ত, কমেছে বাণিজ্য ঘাটতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস  আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস  উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট দুপুরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আখেরি মোনাজাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ

পল্লবীতে ২৩ হাজার ইয়াবাসহ আটক ২

১১ জুন, ২০২১ ১১:১৮ পূর্বাহ্ণ
পল্লবীতে ২৩ হাজার ইয়াবাসহ আটক ২

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটকরা হলেন- আবদুর রহিম (৪১) ও আবু তাহের (৪০)।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে পল্লবীর আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের সঙ্গে থাকা স্কুলব্যাগ ও শপিং ব্যাগ থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারণসহ বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করেন।

আটকদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

শেয়ার