Top
সর্বশেষ
চলতি হিসাবে উদ্বৃত্ত, কমেছে বাণিজ্য ঘাটতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস  আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস  উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট দুপুরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আখেরি মোনাজাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ

লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

১২ জুন, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-আরিচা মহাসড়কের মা‌নিকগ‌ঞ্জের মূলজান এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক রনি মিয়া। শনিবার (১২ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাচুরিয়া গ্রামের আবদুল আলিম এবং সাকরাইল গ্রামের দিপক হালদার।

অ্যাম্বুলেন্সের চালক রনি মিয়ার বাড়ি যশোর জেলার সদর উপজেলার গোপপাড়া গ্রামে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালের গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্স চালক রনি মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবন‌তি হওয়ায় তাঁকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার