Top
সর্বশেষ
চলতি হিসাবে উদ্বৃত্ত, কমেছে বাণিজ্য ঘাটতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস  আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস  উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট দুপুরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আখেরি মোনাজাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ

৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ:বানকো সিকিউরিটিজের লেনদেন বন্ধ

১৪ জুন, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ
৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ:বানকো সিকিউরিটিজের লেনদেন বন্ধ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য বানকো সিকিউরিটিজের লিমিটেডের লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। গতকাল সোমবার ডিএসইর পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএসই সূত্র মতে, বানকো সিকিউরিটিজ লিমিটেডের কনসোলিডেটেড কাস্টোমার এ্যাকাউন্টে ৬৬ কোটি টাকা ঘাটতি রয়েছে। এই অভিযোগে আজ (মঙ্গলবার) থেকে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ রাখার নিদ্ধান্ত হয়েছে। একই সাথে কোম্পানির সাথে সম্পৃক্ত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে টাকা আত্মসাৎতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের লেনদেন বন্ধ করে দিয়েছিলো ডিএসই। একই সাথে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের বিরুদ্ধে মামলা করেছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

ডিএসইর সূত্র মতে, কোম্পানিতে মোট ৮জন পরিচালক রয়েছেন। বর্তমানে কোম্পানির চেয়ারম্যান হলেন-আব্দুল মুহিত এবং ব্যবস্থাপনা পরিচালক হলেন শামিউল ইসলাম। তাদের দুই জনের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। তারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন টাকা আত্মসাতের। একটি সূত্র জানিয়েছে, কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বানকো সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শামিউল ইসলাম।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

এ বিষয়ে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বাণিজ্য প্রতিদিনকে বলেন, বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, ব্রোকারেজ হাউজগুলোর ৯০ শতাংশ অভিযোগ হলো গ্রাহকদের টাকা আত্মসাতের। যারা গ্রাহকদের টাকা আত্মসাৎ করে তাদের বিরুদ্ধে কঠিন অবস্থানে যাওয়া প্রয়োজন। ডিএসই যদি বানকো সিকিউরিটিজের লেনদেন বন্ধ করে থাকে, তাহলে অনেক ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বিনিয়োগকারী থাকলে পুঁজিবাজার থাকবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য বিএসইসি সব সময় বদ্ধপরিকর। কোন প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের টাকা নিয়ে নয়-ছয় করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

এর আগে বিশ্বব্যাপী করোনা মহামারিতে প্রায় ২ মাস বন্ধ রাখা হয় ডিএসইর কার্যক্রম। খোলার পরেও কোন ধরণের ঘোষণা ছাড়াই গ্রাহকদের টাকা সরিয়ে মতিঝিলের ক্রেস্ট সিকিউরিটিজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করে বিনিয়োগকারীরা। সে মামলায় গত ৬ জুলাই ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ ও তার স্ত্রী পরিচালক নিপা সুলতানাকে গ্রেফতার করে ডিবি।

পরে সংবাদ সম্মেলন করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন জানান, ক্রেস্ট সিকিউরিটিজে আনুমানিক ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীর শেয়ার কেনাবেচার ১০০ কোটি টাকা ছিল। শহিদুল্লাহ ২২ তারিখে তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে ১৮ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে সরায়। বিনিয়োগকারীরা যখন দেখলো যে অ্যাকাউন্টে টাকা নেই, তখন তারা অফিসে যোগাযোগ করার চেষ্টা করলো। তখন দেখে অফিসে তালা দিয়ে শহিদুল্লাহ, তার স্ত্রী ও ভাই পালিয়ে গেছে।

শহিদুল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আবদুল বাতেন জানান, তিনি (শহিদুল্লাহ) স্বীকার করেছেন যে আত্মসাতের জন্যই টাকা তুলে পালিয়েছিলেন। এছাড়া আরেকটি অবৈধ কাজ করেছেন তারা। নিয়ম অনুযায়ী তারা শুধু এই প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার কেনাবেচা করতে পারবেন। তবে তারা প্রায় ৬০০ বিনিয়োগকারীর কাছ থেকে স্ট্যাম্প পেপারে স্বাক্ষর নিয়ে ডিডের মাধ্যমে ৩০ কোটি টাকা নিয়ে তাদের মাসে মাসে লভ্যাংশ দিচ্ছেন, যেটা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। এই টাকাটা মেরে দেয়ার জন্যই তিনি প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন।

শেয়ার