Top
সর্বশেষ
চলতি হিসাবে উদ্বৃত্ত, কমেছে বাণিজ্য ঘাটতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস  আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস  উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট দুপুরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আখেরি মোনাজাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ

এসডিজিতে ভারত-পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ

১৫ জুন, ২০২১ ১:১০ অপরাহ্ণ
এসডিজিতে ভারত-পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সবচেয়ে ভালো অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশসহ তিনটি দেশ। বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে ৬৩.৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১০৯তম। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক সোমবার (১৪ জুন) ২০২১ সালের অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

বাংলাদেশ ছাড়াও আরও দুটি দেশ এসডিজি বাস্তবায়নে ভালো অগ্রগতি অর্জন করেছে। দেশ দুটি হলো- আফগানিস্তান ও আইভরি কোস্ট। এসডিজি বাস্তবায়নে তিনটি দেশ পিছিয়েছে। দেশ তিনটি হলো ভেনেজুয়েলা, ট্যুভালু ও ব্রাজিল।

এসডিজি অর্জনের তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। দেশটির স্কোর ৮৫.৯। ৩৮.২৭ স্কোর নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। স্কোরের দিক দিয়ে সবচেয়ে বেশি অবনতি ঘটেছে ভেনেজুয়েলা, টুভালু ও ব্রাজিলের।

২০২০ সালে এসডিজি সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৬৩.২৬। ২০১৯ সালে ছিল ৬৩.০২। যে বছর এসডিজি গৃহীত হয়, সে বছর বাংলাদেশের স্কোর ছিল ৫৯.০১। আর এসডিজি ভিত্তিবছর ২০০০ সালে স্কোর ছিল ৫৩.৪৯। প্রকাশিত প্রতিবেদনের শীর্ষ পাঁচে থাকা অপর দেশগুলো হলো সুইডেন (৮৫.৬), ডেনমার্ক (৮৪.৯), জার্মানি (৮২.৫) ও বেলজিয়াম (৮২.২)।

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে এবারের সূচকে ভুটান ৬৯.৯৮ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে। ৭৫তম স্থানে রয়েছে হিমালয়ের দেশটি। ৭৯তম মালদ্বীপ (৬৯.৩), ৮৭তম শ্রীলঙ্কা (৬৮.১), ৯৬তম নেপাল (৬৬.৫), ১২০তম ভারত (৬০.১), ১২৯তম পাকিস্তান (৫৭.৭) এবং ১৩৭তম স্থানে রয়েছে আফগানিস্তান (৫৩.৯)।

এবছর জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৫৭টি দেশের তথ্য প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

শেয়ার