Top
সর্বশেষ
চলতি হিসাবে উদ্বৃত্ত, কমেছে বাণিজ্য ঘাটতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস  আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস  উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট দুপুরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আখেরি মোনাজাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ

রাজধানীতে অস্ত্রসহ ‘রোমান্টিক গ্রুপ’ এর ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

১৭ জুন, ২০২১ ১০:০২ পূর্বাহ্ণ
রাজধানীতে অস্ত্রসহ ‘রোমান্টিক গ্রুপ’ এর ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ‘রোমান্টিক গ্রুপ’ কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি ছুরি, একটি খুর, ছয়টি মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. দেলোয়ার হোসেন ওরফে পল্টু (৩৫), মো. কাউসার হোসেন (১৮), মো. নিয়াজ মাহমুদ জুবায়ের (১৮), মো. আসিফ হোসেন (১৮), মো. আরিফ(১৮), মো. মেহেদী হাসান(১৮), মো. সুজন শেখ(১৯) এবং মো. শাহরিয়ার সজীব (১৮)।

তিনি বলেন, রাজধানীর পল্লবী থানা এলাকায় বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের আটজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এই কিশোর অপরাধীরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘রোমান্টিক গ্রুপ’র সদস্য। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াসহ নানা অনৈতিক কাজে লিপ্ত রয়েছে তারা।

এছাড়াও এলাকায় প্রভাব বিস্তারে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এমনকি নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ বিভিন্ন সশস্ত্র সংঘর্ষেও তারা জড়িয়ে পড়ত বলে জানান তিনি।

শেয়ার