Top

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর: জেলা প্রশাসক, দিনাজপুর

০৫ অক্টোবর, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
শিক্ষকরা মানুষ গড়ার কারিগর: জেলা প্রশাসক, দিনাজপুর
দিনাজপুর প্রতিনিধি :

‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর ’ বলে মন্তব্য করেছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমিতে বাংলাদেশ শিক্ষক সমিতি, দিনাজপুর শাখার আয়োজনে শিক্ষক সমাবেশের প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষকতা হচ্ছে পৃথিবীর সর্বশেষ্ঠ পেশা। মা-বাবার পরে শিক্ষার্থীদের মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখেন শিক্ষকরা। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষাদানের মহান ব্রত নিয়ে কাজ করেন একেকজন আদর্শ শিক্ষক। সবাই আদর্শ শিক্ষক হতে পারেনা। এটি অনেক কষ্টসাধ্য ব্যাপার।

নিজ জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদের যোগ্য করে গড়ে তোলেন একজন আদর্শ শিক্ষক। শ্রেণিকক্ষের বাইরেও ছাত্রদের সঙ্গে একজন শিক্ষকের যোগাযোগ থাকা উচিত। কোনো ছাত্র হয়তো লেখালেখিতে ভালো, তাকে উদ্বুদ্ধ করতে হবে। কেউ ভালো গান গায়,কেউবা খেলাধুলায় ভালো।

এসব বিষয় শিক্ষকদের গাইড করতে হবে। তাই শ্রেণিকক্ষে ও শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষকদের একটা বড় ভুমিকা থেকে যায়।

বাংলাদেশ শিক্ষক সমিতি, দিনাজপুর জেলা শাখার সভাপ্রতি আহসানুল হক মাকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শামিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আছলাম উদ্দীন, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।

শেয়ার