Top

নোয়াখালী জেলা কারাগারে ১ হাজতির মৃত্যু 

১২ অক্টোবর, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
নোয়াখালী জেলা কারাগারে ১ হাজতির মৃত্যু 
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা কারাগারে বদিউল আলম (৭৬) নামের অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় গত মাসে গ্রেপ্তার হয়েছিলেন।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা পুলিশ সুপার মো শহীদুল ইসলাম। এরআগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত বদিউল আলম সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের নুরু মিয়ার ছেলে।
জেল সুপার প্রণি ভূষণ দেবনাথ জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় গত ২৫ সেপ্টেম্বর বদিউল আলমকে গ্রেপ্তার করে সেনবাগ থানা পুলিশ। ওইদিন বিকেলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে বয়স্ক হাজীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে। কারাগারে আনার পর থেকে তিনি ওই ওয়ার্ডে ছিলেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন তিনি। পরে কারাগার হাসপাতালের ২ নং ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম জানান, মৃত হাজতির লাশ ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শেয়ার