Top

কোটালীপাড়ায় নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

১৮ অক্টোবর, ২০২১ ২:২১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ভোরে উপজেলা সদরে অবস্থিত শহীদ শেখ রাসেলের প্রকৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা।
এ সময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার, প্রচার সম্পাদক হান্নান শেখ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলুবুল, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, নজরুল ইসলাম হাজরা মন্নু, আওয়ামী লীগ নেতা এস এম ইস্রাফিল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা উপস্থিত ছিলেন।

এরপর দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে যোগদান করেন। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পারকোন-ঘাঘর সড়কে তালের চারা রোপন করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, উপজেলা শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী উপস্থিত ছিলেন।

এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ ভবনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখসহ ইউপি সদস্য ও দলীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

শেয়ার