Top

মানিকগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও কিশোর-কিশোরী ক্লাবকে বিনোদন উপকরণ প্রদান

১৯ অক্টোবর, ২০২১ ১:১৫ অপরাহ্ণ
মানিকগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও কিশোর-কিশোরী ক্লাবকে বিনোদন উপকরণ প্রদান
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে শেখ রাসেল দিবস উপলক্ষে ভিক্ষুক পুনর্বাসন ও কিশোর-কিশোরী ক্লাবকে বিনোদন উপকরণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।

এসময় জেলা প্রশাসক কিশোর-কিশোরী ক্লাবের জন্য বিনোদনের উপকরণ ও এগারো জন ভিক্ষুকের মধ্যে চারজনকে বিনামূল্যে অটোরিক্সা এবং সাতজনকে মুদি দোকানের সরঞ্জামসহ মুদিপণ্য হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মহীউদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন সুলতানা ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার।

শেয়ার