Top

চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আ.লীগ ও সাংবাদিকদের সম্প্রীতি সমাবেশ

১৯ অক্টোবর, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আ.লীগ ও সাংবাদিকদের সম্প্রীতি সমাবেশ
চট্টগ্রাম প্রতিনিধি :

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হল প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রাটি শুরু হয়। পরে জামালখান মোড় ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে পুনরায় চট্টেশ্বরী রোড গিয়ে শেষ হয়।

মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মহানগর আ.লীগের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। এছাড়া সকাল থেকে শুরু হওয়া চট্টগ্রাম মহানগর আ.লীগের বর্ধিত সভায় আসা ১২৯ ইউনিট, ৪৩টি ওয়ার্ড এবং ১৫টি থানা সাংগঠনিক এলাকার দায়িত্বশীল নেতাকর্মীরা র‌্যালিতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় আ.লীগের সভাপতিমণ্ডলীর এক জরুরি সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশ ব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এ সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা পালন করার নির্দেশ দেন।

কেন্দ্রীয় আ.লীগের সিদ্ধান্ত মতে এ সম্প্রীতির র‌্যালি আগামী ২১ তারিখ থেকে ১০ দিন ব্যাপী দেশের প্রতিটি থানা, ওয়ার্ড এবং তৃণমূল পর্যায়ে চলমান থাকবে।

এদিকে সারাদেশে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সম্প্র্রীতি সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও প্রেসক্লাব। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানান।

সিইউজে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের সঞ্চালনায় ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস সভাপতিত্বে এ সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি শহীদ উল আলম, মোস্তাক আহমেদ, আবু তাহের মোহাম্মদ, দৈনিক জনকণ্ঠের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেমুল হক, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির কোষাধ্যক্ষ নুর উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, বিএফ্ইউজে সদস্য আজহার মাহমুদ, সিইউজের টিভি ইউনিটের প্রধান (ভারপ্রাপ্ত) মাসুদুল হক, সিইউজের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, সাংবাদিক বিশ্বজিত বড়ুয়াসহ বিএফইউজে, সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক নেতারা।

এসময় সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, সিইউজের সহসভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক রাশেদ মাহমুদ, সিইউজের অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, দৈনিক আজাদীর ইউনিট প্রধান খোরশেদ আলম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স ম ইব্রাহিমসহ চট্টগ্রামে কর্মরত অন্যান্য গণমাধ্যম কর্মীরা।

শেয়ার