Top

চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

২২ অক্টোবর, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা
চাঁদপুর প্রতিনিধি :

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমতিয়াজ (সার্বিক) হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি। সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরটিএ চাঁদপুর এর উপ-সহকারি মোটরযান পরিদর্শক আব্দুল্লা আল মামুন।

সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, ট্রাক মালিক সমিতির নেতা আবুল কালাম মন্টু প্রমুখ।

বক্তারা বলেন, সড়ককে নিরাপদ রাখতে আইন আছে কিন্তু, যথাযথ প্রয়োগ নেই। ফলে আইন না মানার প্রবণতা বাড়ছে। ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। উঠতি বয়সের কিশোরদের মোটরবাইক চালানোর বিধি-নিষেধ করতে হবে। চাঁদপুর শহরে কোন সিএনজি স্ট্র্যান্ড নেই। ধারণ ক্ষমতার চারগুণ যান চলাচল করে। ফুটপাত নেই। যা একটু আছে, তাও অবৈধ ব্যাবসায়ীরা দখল করে আছে।

বক্তারা বলেন, বিআরটিএ নিরাপদ সড়ক দিবস পালন করছে। কিন্তু এখানে যাদের নিয়ে কথা হচ্ছে, সেই চালকদের উপস্থিতি নেই। চার দেয়ালের এই
প্রচারণা চালকদের কাছে যায় না। তাই আমাদের দাবী হলো দিবস যাতে অনুষ্ঠানেই সীমাবদ্ধ না থাকে। কর্মসূচি, কর্মকাণ্ড যাতে বাস্তবায়ন হয়। তবেই আজকের এই আয়োজন সফল হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ চাঁদপুর এর উপ-সহকারি পরিচালক মো. মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের ‍ উপাধ্যক্ষ প্রফেসর মো. আবুল খায়ের সরকার।

শেয়ার