Top

হবিগঞ্জে বিএনপি’র সম্পাদকের শ্বশুরকে মনোনয়ন দেয়ায় মানববন্ধন-ক্ষোভ

৩০ অক্টোবর, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
হবিগঞ্জে বিএনপি’র সম্পাদকের শ্বশুরকে মনোনয়ন দেয়ায় মানববন্ধন-ক্ষোভ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের শ্বশুর ও আপন মামা আবু সাঈদ এওলা মিয়াকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন এলাকাবাসী।

শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও নতুন বাজার মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জগলু মিয়া, আওয়ামীলীগ নেতা কালিছ মিয়া, নান্দার মিয়া, আনোয়ার মিয়া, স্বপন মিয়া, সাদ মিয়া, দেওয়ান খান, মনির মিয়া, আকল মিয়া, গোলাপ মিয়া, আব্দুস সামাদ, আব্দুল মালিক, মাওলানা চুনু মিয়া, চেরাগ আলী, ফারুক মিয়া, সঞ্জব আলী, জাহান মিয়া, ফরহাদ মিয়া, রাজিন্দ্র সরকার, বিধান সরকার, বড়দা সরকার, রবি সরকার, দীপু সরকার, রুমন সুত্রধর, সুকান্ত পাল,সুমন চক্রবর্তী, অজয় সুত্রধর,স্বপন সূত্রধরসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তরা বলেন, দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে আবু সাঈদ এওলা মিয়াকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়েছে। এই এওলা মিয়ার আপন ভাগ্নে ও মেয়ের জামাতা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। আবু সাঈদ এওলা মিয়ার শ্যালক জামাল চৌধুরী ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বক্তারা আবু সাঈদ এওলা মিয়ার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অতিদ্রুত বাতিল করার দাবি জানান। অন্যথায় দীঘলবাক ইউনিয়নে নৌকার চরম ভরাডুবি হবে বলে আশংকা তাদের।

শেয়ার