Top

চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীতে মানববন্ধন

০৪ নভেম্বর, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সর্ব স্তরের মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য-সচিব আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মুনিম উদ দৌলা চৌধুরী, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম প্রমুখ।

বক্তারা বলেন, চলতি বছরের ৬ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক তাদের ‘দ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের’ (জিআই) ১০ নম্বর জার্নাল প্রকাশিত হয়েছে। এতে ফজলি আমকে ‘রাজশাহীর ফজলি আম’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। অথচ চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমই সবচেয়ে বেশি জনপ্রিয় ও অত্যন্ত সুস্বাদু। এখানে আমের উৎপাদনের পরিমানও বেশি। তাই রাজশাহী বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানান বক্তারা।

শেয়ার