মাগুরাতে বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। মানুষের মাঝে দেখা দিয়েছে ভীতি। ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি মুত্তাকিন (১৪), লাবিব (১২), বৃষ্টি (২১), রমজান (২৮), আরিফুজ্জামান (২৬), আলিফ (১৫), ইদ্রিস আলী (৫০), শহিদুল (৪৮), ইব্রাহিম (২৮).নামের বেশ কয়েকজন।
মানুষের এ আতংকের মাঝে পাশে এসে দাড়িয়েছে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের গড়া হট লাইন টীম। মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নেতৃত্বে হট লাইন টিমের সদস্যরা করোনা মোকাবেলায় যেভাবে ভুমিকা রেখেছিল একই ভাবে মাগুরা২৫০ শয়্যা হাসপতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তদের পাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খবর নেন এবং সকল সুবিধা অসুবিধার কথা শোনেন। চিকিৎসকদের তিনি আন্তরিকতার সাথে চিকৎসা সেবা দেয়ার আহবান জানান। সাথে সাথে সংসদ সদস্যের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। মাগুরার সিভিল সার্জন জানান ডেঙ্গু রোগীদের মাগুরা সদর হাসপাতালে সার্বিক চিকিৎসা ও তত্বাবধান করা হচ্ছে।