স্বাধীনতা চাইলে যুদ্ধের মুখোমুখি হওয়ার কড়া বার্তা দিয়ে তাইওয়ানকে হুমকি দিয়েছে চীন। গত এক সপ্তাহ ধরে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে চীনের বোমারু ও জেট বিমানকে টহল দিতে দেখা যায়। এরপরই যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টি করার অনুরোধ করে তাইওয়ান সরকার। আর তাতেই রুষ্ট হয়ে এমন হুমকি দিল চীন। খবর বিবিসি।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে চীনের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়। তাতে বেইজিংয়ের তরফ থেকে হুমকি দিয়ে তাইওয়ানকে জানানো হয়, স্বাধীনতা মানে যুদ্ধ। নিজেদের ভূখণ্ডের বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেয়া হবে না। চীনা সৈন্যরা এই ধরনের ঘটনার যোগ্য জবাব দেয়ার জন্য সবসময় প্রস্তুত আছে।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, ‘তাইওয়ানের অবৈধভাবে নির্বাচিত হওয়া সরকার ওই দ্বীপরাষ্ট্রকে স্বাধীন ঘোষণা করে এই এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। কিন্তু চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত ওই এলাকাকে কখনোই অন্যের হাতে তুলে দেয়া সম্ভব নয়। চীন সরকার এই প্রচেষ্টা আটকানোর জন্য সবরকম চেষ্টা করবে। সে কারণে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তাইওয়ানের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ওই এলাকায় তৎপর হয়ে উঠেছে পিপলস লিবারেশন আর্মি।’
তিনি আরও বলেন, ‘বিদেশি মদদে তাইওয়ানের শান্তি-শৃঙ্খলা নষ্টের কোনো চেষ্টাই সফল হতে দেয়া হবে না। যেসব বিচ্ছিন্নতাবাদী শক্তি স্বাধীনতার অর্জনের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে। আগুন নিয়ে খেলতে গেলে নিজেদেরই পুড়তে হবে।’
এদিকে, চীনের এই হুমকির কড়া জবাব দিয়েছে তাইওয়ানও। তাদের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়, ‘চীনের উচিৎ এই বিষয়ে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নেয়া। আর এই নিয়ে চিন্তার সময় তারা যেন দ্বীপরাষ্ট্রের মানুষের আবেগকে কম শক্তিশালী না মনে করে। নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে পারে তাইওয়ানের নাগরিকরা।’