Top

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল

১৯ এপ্রিল, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইসফাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ইসফাহানের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে এই বিস্ফোরণ ঘটে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

এদিকে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ ওই বিস্ফোরণের কোনো কারণ জানায়নি। ইসফাহান প্রদেশে ইরানের বড় একটি বিমান ঘাঁটি, অন্যতম একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ও বেশ কয়েকটি পরমাণু স্থাপনা রয়েছে।

ইসরায়েলের হামলার পর ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আইআরএনএ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিস্ফোরণের পর ইসফাহানের আকাশে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরানের বড় কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল। ইরানের এ হামলার পর এর কড়া জবাব দেয়ার হুঁশিয়ার দিয়েছিল ইসরায়েল প্রশাসন।

যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহবান জানিয়েছিল।

কিন্তু ইসরায়েল এই আহবান উপেক্ষা করে স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো।

এম জি

 

শেয়ার