Top
সর্বশেষ
সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক চেন্নাই টেস্ট: হাসানের তোপে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত

ঢাকা কলেজের পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
ঢাকা কলেজের পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সিয়াম (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে।

কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আজ সোমবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মাদ্রাসা বন্ধ থাকায় ঢাকা কলেজের মাঠে খেলতে আসে আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা। খেলা শেষে দুপুর বারোটার পরে পুকুরে গোসল করতে নামে তারা। এ সময় হেফজ বিভাগের শিক্ষার্থী সিয়াম পানিতে তলিয়ে যায়। সঙ্গীরা চেষ্টা করেও তাকে আর উদ্ধার করতে পারেনি।

বিষয়টি কলেজ প্রশাসনের নজরে আসার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা চাওয়া হয়। ডুবুরি দল এসে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে নিউমার্কেট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

গত বছরের ১২ সেপ্টেম্বর বিকেলে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান রাশিদুল হাসান ইমন নামের এক শিক্ষার্থী। তিনি রাজধানীর বনশ্রী আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন। বন্ধুদের সঙ্গে রামপুরা বনশ্রী থেকে ঢাকা কলেজে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর মৃত্যুর পর বহিরাগতদের পুকুরে গোসল করার ব্যাপারে কড়াকড়ি আরোপ করে কলেজ প্রশাসন। তবে, এই নজরদারি বেশিদিন থাকেনি।

বিএইচ

শেয়ার