সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪৮বারে ৩ লাখ ৬৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮১০ বারে ৭ লাখ ৬৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। ফান্ডটি ২১ বারে ৯০ হাজার ১৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এনভয় টেক্সটাইলের ৯.৪৩ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৯.১৭ শতাংশ, জুন স্পিনার্সের ৮.৭০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৮.২৭ শতাংশ, কপারটেকের ৭.৮৩ শতাংশ, এএফসি এগ্রোর ৭.৬৩ শতাংশ এবং ইমাম বাটনের শেয়ার দর ৭.৫৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস