সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৮১৮ বারে ২৩ লাখ ৩৬ হাজার ৬৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ৩৯২ বারে ২ লাখ ৭১ হাজার ৬১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডিকমের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৩৯১ বারে ২০ লাখ ১৯ হাজার ২৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনভয় টেক্সটাইলের ৯.৬৩ শতাংশ, ইনটেকের ৯.৩২ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৮.২৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৫৩ শতাংশ, লাভেলোর ৬.২৩ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৯৫ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের শেয়ার দর ৫.৬৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস