সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৮২ বারে ১ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ৩৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২১৭ বারে ৮৩ লাখ ২০ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৬০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৭৪৩ বারে ৪৬ লাখ ৬৭ হাজার ৭৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কাশেম ইন্ডাস্ট্রিজের ৮.৯৯ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৮.৬৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৫০ শতাংশ, ইনটেকের ৭.৩৩ শতাংশ, শেফার্ডের ৭.১৬ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.০৩ শতাংশ এবং তশরিফার শেয়ার দর ৬.৩৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস