ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৬৬৩টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২৬২ কোটি ৪১ লাখ ৭ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজ ১ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৬৪ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৩৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৭৯ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭৭ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকার, সোনালী পেপারের ৬০ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার, বিডি কমের ৫৭ কোটি ৫১ লাখ ৩১ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৫৪ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৫৪ কোটি ৮ লাখ ৯৭ হাজার টাকার এবং ইউনিয়ন ব্যাংকের ৫৩ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস