সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৬৫ বারে ৩১ লাখ ১২ হাজার ৫৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩০ বারে ২৫ হাজার ১৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩৯ বারে ১ লাখ ৪ হাজার ৯৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এমএল ডাইংয়ের ১.৯৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১.৯৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১.৯৭ শতাংশ, বিডি থাইয়ের ১.৯৭ শতাংশ, আমান কটনের ১.৯৬ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ১.৯৬ শতাংশ এবং ইয়াকিন পলিমারের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস