সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৮ বারে ৪১ হাজার ৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৪ বারে ৬ হাজার ৯২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩৬ বারে ৯১ হাজার ৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১.৯৬ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৯৬ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ১.৯৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৫ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৯৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস