Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

গোবিন্দগঞ্জে চায়না কোম্পানীর পাহারাদার খুন

০৯ জানুয়ারি, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে চায়না কোম্পানীর পাহারাদার খুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রীজের নীচ থেকে চায়না কোম্পানীর গার্ড রাজু মিয়ার মরদেহ উদ্ধার করছে পুলিশ। সে তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের বাদশা মিয়ার পুত্র।

আজ শনিবার সকালে রাজু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, আজ শনিবার সকাল ৬ টার দিকে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয় রাজু মিয়া। এরপর সকাল সাড়ে ৬টার দিকে নয়া বাজার এলাকার একটি ব্রীজের নীচে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে।

স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

গোবিন্দগঞ্জ থানার আফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান বলেন, মামলা দায়েরর প্রক্রিয়া চলছে। হত্যার কারণ এখনও জানা যায়নি । তার শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রাজু মহাসড়ক নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না কোম্পানিতে পাহাড়াদারের কাজ করছিল।

শেয়ার