সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৩৬ বারে ১০ লাখ ৮২ হাজার ৫৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২কোটি ৬২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইমাম বাটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৯৫ বারে ৪ লাখ ৫৮ হাজার ৫৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩৫ বারে ১ লাখ ৩৯ হাজার ৮১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-বিডি ওয়েল্ডিংয়ের ৩.৪১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.২৭ শতাংশ, ইউনিক হোটেলের ৩.০৫ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.০২ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২.৭৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২.৭৩ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ২.৭০ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস