Top

যশোরে কাভার্ডভ্যানের চাপায় ৫ জন নিহত

০২ ডিসেম্বর, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
যশোরে কাভার্ডভ্যানের চাপায় ৫ জন নিহত
যশোর প্রতিনিধি :

যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় ৫ জন নিহত হয়েছেন। আজ (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় মনিরামপুর উপজেলার বেগারীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন। এসময় আরও কয়েকজন আহত হন।

নিহতরা হলেন মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের আহম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫), তার ছেলে তাওসী (৭), জয়পুর গ্রামের আব্দুল মমিনের ছেলে জিয়ারুল (৩৫), টুনিয়াঘরা গ্রামের বাবুর ছেলে তৌহিদুর রহমান (৩৫) এবং মফিজ মীরের ছেলে মীর সামসুল (৫০)।

দ্রুতগামী কাভার্ডভ্যনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি হোটেলে ঢুকে পড়লে তারা হতাহত হন। দুর্ঘটনার পরপরই যশোর-মনিরামপুর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখন যান চলাচল স্বাভাবিক আছে বলে জানা গেছে।

যশোর পুলিশের মুখপত্র জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার জানান, সকালে একটি কাভার্ডভ্যান (রেজিঃ ঢাকা মেট্রো-ন-২০-১৭৫১) যশোর থেকে সাতক্ষীরা যাবার পথে দ্রুত গতিতে জনৈক তালেবের খাবারের দোকানের ঢুকে যায়। এসময় হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর পরই কাভার্ড ভ্যানের চালাক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোটেলে নাস্তা করছিল তিনজন। আর দুই জন হোটেলের সামনে দাড়িয়ে ছিল। কাভার্ডভ্যানটি হোটেলে প্রবেশ করায় ঘটনাস্থলে ৫ জন নিহত হন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানটি বেশ কয়েকটি দোকানে আঘাত করে। এতে ৫ জন নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠাচ্ছে। বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। তবে এখন যান চলাচল স্বাভাবিক আছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার