Top

নাশকতার তিন মামলায় মাওলানা মামুনুল হকের জামিন 

২৪ এপ্রিল, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
নাশকতার তিন মামলায় মাওলানা মামুনুল হকের জামিন 

নাশকতার অভিযোগে দায়ের হওয়া রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মো. মাহবুবুল হক এ তিন মামলায় মামুনুল হকের জামিন মঞ্জুর করেন। পরে মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল এসব তথ্য নিশ্চিত করেছেন। এ তিন মামলার মধ্যে ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলামের কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দুইটি মামলা দায়ের করে পুলিশ।

এছাড়াও মতিঝিল থানার অন্য মামলটি দায়ের করা হয় ২০১৩ সালের ১৪ মে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি পূরণে ডাকা আলোচিত সেই মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে এ মামলাটি করে পুলিশ। এ মামলায় মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের ২৩৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

উল্লেখ্য, মাওলানা মামুনুল হক বিগত ২০২১ সালের ২১ এপ্রিল গ্রেফতার হয়ে তিন বছরের অধিক সময় জেল হাজতে আটক আছেন।

এএ

শেয়ার