Top

ছয় মামলায় বিএনপি নেতা গয়েশ্বরের জামিন

২৫ এপ্রিল, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
ছয় মামলায় বিএনপি নেতা গয়েশ্বরের জামিন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্টন থানার চার ও রমনা থানার দুই নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।

উচ্চ আদালতের দেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন গয়েশ্বর। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন।

এ ছয়টি মামলা গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হয়েছিল।

গয়েশ্বর চন্দ্রের আইনজীবী হান্নান ভূঁইয়া ও সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় জামিন নিতে এদিন জজ আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুনানি শেষে তার জামিনও মঞ্জুর করেন বিচারক।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গয়েশ্বর চন্দ্র রায়কে ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দেন।

শেয়ার