Top

টেকসই উন্নয়নে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে: স্পিকার

০২ মে, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
টেকসই উন্নয়নে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু হ্রাস এবং যুব উন্নয়ন ইত্যাদি চ্যালেঞ্জগুলোতে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে।

বৃহস্পতিবার (২ মে) সংসদ ভবনস্থ উত্তর প্লাজায় এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনএফপিএ, ইউএনডিপি এবং বিভিন্ন উন্নয়ন অংশীদার জাতীয় সংসদের সঙ্গে কাজ করে চলেছে। এসপিসিপিডি ও বিএপিপিডি’র বিভিন্ন কাজে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রকল্পগুলোর পক্ষ থেকে প্রত্যন্ত এলাকায় গিয়ে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

তিনি আরও বলেন, সাব কমিটিতে দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যরা যুক্ত হবেন। তাদের পরামর্শ ও উদ্যোগের ফলে কমিটির কাজ সামনে এগিয়ে যাবে।

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালামের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এসপিসিপিডি প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন ব্লোখুস।

বিএইচ

শেয়ার