Top
সর্বশেষ
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারও দেবে: প্রেস সচিব সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব এবার এস আলমের প্রতিষ্ঠানকে ফোর্স লোন সুবিধা দিল ইউনিয়ন ব্যাংক ৬ কারণে ডলারের বাজারে অস্থিরতা, মনিটরিং জোরদার করেছে কেন্দ্রীয় ব্যাংক এস আলমের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি বেস্ট হোল্ডিংসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসরায়েলি শ্রমবাজারের দখল নিচ্ছে ভারতীয়রা রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ আন্দোলন প্রত্যাহার করলেন ট্রেইনি চিকিৎসকরা

পোশাক কারখানা ও দোকানে আগুন, আধাঘন্টা পর নিয়ন্ত্রণে

২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ
পোশাক কারখানা ও দোকানে আগুন, আধাঘন্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় দিগন্ত গার্মেন্টসে (পোশাক) কারখানা ও দোকানে লাগা আগুন আধা ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। দোকানে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১ টায় মহানগরীর নাওজোড় এলাকায় ছয়তলা ভবনের ওই পোশাক কারখানার ছয়তলার ওয়াশিং রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। একই দিন রাত পৌনে ১২ টায় একই থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশন অফিসার রাজিব হোসেন জানান, দিগন্ত গার্মেন্টসে ছয়তলা ভবনের ওয়াশিং রুমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছার আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে গেলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

অপরদিকে, ভোগড়া বাইপাস এলাকায় সোহেল রানা,শফিকুল ইসলাম ও হাবিবুর রহমানের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের বয়লার মুরগী, লাকরী ও কার্টুনের দোকান ছিল। খবর পেয়ে মর্ডান ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওইতিন দোকানে অগ্নিকান্ডে প্রায় দুই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

মর্ডান ফায়ার স্টেশন অফিসার আরো জানান, দুটি অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পানে।

এনজে

শেয়ার