Top

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ বাড়ছে

০৪ মার্চ, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ বাড়ছে

অন্যতম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’র আয়োজনে অংশ নিতে পারেন তৃতীয় লিঙ্গের নারীরাও। অন্তত গত তিন বছরে এ প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ বেশ আলোচিত হয়েছে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য মিস পানামা অর্গানাইজেশন তাদের দেশের প্রতিনিধি নির্বাচন করে। ২০২১ সাল থেকে তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে তৃতীয় লিঙ্গের (হিজড়া বা ট্রান্সজেন্ডার) নারীদেরও সুযোগ করে দিচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর থেকে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তৃতীয় লিঙ্গের প্রতিযোগীরা। যারা আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছেন শুধুমাত্র তাদেরই এ প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হবে।

সম্প্রতি পানামার সংবাদমাধ্যম পানা টাইমস এ খবর প্রকাশ করেছে। মিস পানামা প্রতিযোগিতা আয়োজক কর্মকর্তা সিজার আনিল রদ্রিগেজ জানান, তার দেশ তৃতীয় লিঙ্গের নারী বিষয়ে মিস ইউনিভার্স আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে।

২০১৮ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম তৃতীয় লিঙ্গের নারী অ্যাঙ্গেলা পন্স স্পেনের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে আলোড়ন তুলেছিলেন।

শেয়ার