মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বারভিডা অমর ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। একুশের প্রথম প্রহরে বারভিডা নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
বারভিডা অর্গানাইজিং সেক্রেটারি খন্দকার আব্দুল মুমিন (পাপ্পু), কালচারাল সেক্রেটারি জনাব বেনজির আহমেদ, কার্যনির্বাহী সদস্য সৈয়দ জগলুল
হোসেন এবং সাধারণ সদস্যবৃন্দ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জনের সংগ্রামে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে বীর তরুনদের রক্তে ঢাকার রাজ পথ রঞ্জিত হয়েছিল, সেই সাহসী বীরদের প্রতি বারভিডা গভীর শ্রদ্ধা জানাচ্ছে।
বারভিডা পৃথিবীর সকল মাতৃভাষাকে সমভাবে সম্মান করে। বাংলাসহ এদেশের সকল নৃ-গোষ্ঠীর মাতৃভাষার যথাযথ বিকাশ ও সংরক্ষনের প্রতিও বারভিডা গুরুত্ব আরোপ করেছে।