Top

তীব্র দাবদাহে ধারণক্ষমতার চারগুণ রোগী ফেনী হাসপাতালে

২১ এপ্রিল, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ
তীব্র দাবদাহে ধারণক্ষমতার চারগুণ রোগী ফেনী হাসপাতালে
ফেনী প্রতিনিধি :

সারাদেশের ন্যায় তীব্র দাবদাহের অতিষ্ঠ উঠেছে ফেনীর জনজীবন। জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ধারণক্ষমতার চারগুণ রোগী চিকিৎসা নিতে ভীড় করছে স্থানীয় জেনারেল হাসপাতালে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, গত এক সপ্তাহে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন তারা।

রোববার (২১ এপ্রিল) খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালটির শিশু ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ১০৪ জন। ডায়রিয়া ওয়ার্ডে ১৭ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৩২ জন। তারমধ্যে ২৫ জনই শিশু। হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৮০ জন এবং পুরুষ ওয়ার্ডে একই শয্যার বিপরীতে ৫৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এদের বেশিরভাগই শিশু ও নারী। জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন এসব রোগীরা।এরমধ্যে সিট না পেয়ে অধিকাংশ রোগীকে মেঝেতে বিছানা করে চিকিৎসা নিতে হচ্ছে।

জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা তাহমিনা আক্তার বলেন, শ্বাসকষ্টের সমস্যায় এগারো মাস বয়সী মেয়েকে নিয়ে তিনদিন ধরে তিনি হাসপাতালে আছেন।তার দাবি বেশি রোগীর চাপে ওয়ার্ডের ভেতরে থাকার মতো কোনও অবস্থা নেই। বাধ্য হয়ে ওয়ার্ডের বাইরে খোলা জায়গায় বিছানা করে সন্তানের চিকিৎসা নিচ্ছিন তারা।

একই উপজেলার সিলোনিয়ার বাসিন্দা ইউসুফ মিয়া বলেন, গত তিনদিন আগে অতিরিক্ত জ্বরে নাতনিকে নিয়ে হাসপাতালে এসেছেন। পরীক্ষায় নিউমোনিয়া শনাক্ত হয়েছে৷ অতিরিক্ত রোগীর চাপ ও গরমের কারণে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়ছেন।

পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের বাসিন্দা রুজিনা আক্তার বলেন, গত দুদিন কষ্ট করে ছিলাম। গরম ও রোগীর চাপে অতিষ্ঠ হয়ে পুরোপুরি সুস্থ না হয়েই বাড়ি ফিরে যাচ্ছি।

হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্তব্যরত সেবিকা শ্যামলী রাণী বলেন, শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে প্রায় ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত কয়েক দিনের গরমে রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। তারপরও আমারা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের চেষ্টা করছি৷

ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত জ্যেষ্ঠ সেবিকা আনোয়ারা বেগম বলেন, গত ৩-৪ দিনে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন করে নারী ও শিশু রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপের সঙ্গে গরমের কারণে খুব কষ্ট হচ্ছে সবার।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্তব্যরত আরেক জ্যেষ্ঠ সেবিকা বলেন, নিজেরা সর্বোচ্চ চেষ্টা করলেও বাস্তবতা ভিন্ন। কাজ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। স্বাভাবিক অবস্থার চেয়ে কয়েকগুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি আছে।

এছাড়া গত কয়দিনের তীব্র গরমে হাসপাতালের বহির্বিভাগেও বেড়েছে রোগীর চাপ। কাউন্টারে দায়িত্বরত শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন প্রায় ১৫শ রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে সপ্তাখানেক ধরে প্রতিদিন গড়ে ৪০০ শিশু রোগী আউটডোরে চিকিৎসা সেবা নিচ্ছে।

ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. আসিফ ইকবাল বলেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীর চাপ ধারণক্ষমতার কয়েকগুণ বেশি। গরমের এইসময়ে নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়াসহ নানা রোগ নিয়ে শিশু ও নারী রোগী ভর্তি হচ্ছেন বেশি। আমরা সাধ্যমতো রোগীদের চিকিৎসা সেবা দিতে চেষ্টা করছি।তবুও শয্যার বিপরীতে অতিরিক্ত রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। শয্যা সংকটে অধিকাংশ রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে।

অন্যদিকে জেলা আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শনিবার (২০ এপ্রিল) ফেনীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান,এর আগে গত ১৩ এপ্রিল জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান এ কর্মকর্তা।

এসকে

শেয়ার