Top

করোনায় নিহত পুলিশ পরিদর্শক ছিদ্দিকের পরিবারকে আইজিপির উপহার

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
করোনায় নিহত পুলিশ পরিদর্শক ছিদ্দিকের পরিবারকে আইজিপির উপহার
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

করোনায় আক্রান্ত হয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হওয়া ঢাকা মেট্রো পলিটন পুলিশের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমানের পরিবারের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। নিহত মোঃ ছিদ্দিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা গ্রামের কৃতি সন্তান।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আইজিপির পক্ষে প্রয়াত মোঃ ছিদ্দিকুর রহমানের স্ত্রীর হাতে উক্ত উপহার তুলে দেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।

এ সময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পুলিশ বাহিনীতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বছর আনুষ্ঠানিকভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি ইউনিটে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয়। তারই অংশ হিসেবে আইজিপি স্যার প্রেরিত উপহার হিসেবে নগদ ৫০ হাজার টাকা, সার্টিফিকেট, ডিনার সেট, উইডেন বক্স, প্লাষ্টিক বক্স ও পিসি পুলিশ পরিদর্শক প্রয়াত ছিদ্দিকুর রহমানের স্ত্রী রোকেয়া বেগমের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় ওসি মোহাম্মদ শহীদ হোসেন প্রয়াত ছিদ্দিকুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক মো. ছিদ্দিকুর রহমান ঢাকা মেট্রো পলিটন পুলিশে কর্তব্যরত অবস্থায় ২৪ দিন করোনায় আক্রান্ত হয়ে ১৩ ডিসেম্বর ২০২০ রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার