Top

কুকি-চিনের বিরুদ্ধে সম্মিলিত কার্যক্রম চলমান: আইজিপি

০৭ এপ্রিল, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
কুকি-চিনের বিরুদ্ধে সম্মিলিত কার্যক্রম চলমান: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে সম্মিলিত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে সেখানে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা নেই।

রোববার (৭ এপ্রিল) দুপুরে সায়দাবাদ জনপথ মোড়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, কুকি-চিন যে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে পরিকল্পনা করে সম্মিলিত কার্যক্রম চলমান রেখেছি। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে কিছু কার্যক্রমের খবর আসছে, আগামীতে আরও ভালো খবর আসবে। সবাইকে আশ্বস্ত করতে চাই, কুকি-চিনের বিরুদ্ধে আমরা সবাই মিলে কাজ করছি। এখন আতঙ্কিত হওয়ার মতো অবস্থা নেই।

তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে সবাই যেন নিরাপদে গন্তব্যে যেতে পারে, তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছি। নৌপথে শ্রমিক-যাত্রী হয়রানি রোধে রাতে টহল নৌপুলিশের ব্যবস্থা নেয়া হয়েছে। রাতে স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে।

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করবেন না। ঈদকে পুঁজি করে লঞ্চ-বাসে মলম পার্টি সক্রিয় হয়ে ওঠে। তাদের বিরুদ্ধে সজাগ রয়েছে পুলিশ। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বেশি ফোর্স নিয়োগ দেয়া হয়েছে। কেউ কোনো সমস্যায় পড়লে ৯৯৯ নাম্বারে ফোন করার আহ্বান জানান তিনি।

বিএইচ

শেয়ার