Top

প্রধানমন্ত্রীর সৌদি ও গাম্বিয়া সফর বাতিল

১৭ এপ্রিল, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সৌদি ও গাম্বিয়া সফর বাতিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাওয়ার কথা ছিল। এর মধ্যে তিনি সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন। তবে ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

সরকারপ্রধানের সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) রা‌তে প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিলের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

আগামী ২৮ এপ্রিল থেকে রিয়াদে শুরু হতে যাওয়া দুদিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠক এবং ৩-৪ মে গাম্বিয়ার রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে সরকারপ্রধানের দেশ দুটি সফরে যাওয়ার কথা ছিল।

ওই কর্মকর্তা জানান, আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করবেন তিনি।

এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

বিএইচ

শেয়ার