Top
সর্বশেষ

ম্যারিকোর অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

২৮ অক্টোবর, ২০২০ ১১:৩৭ পূর্বাহ্ণ
ম্যারিকোর অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ০৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২১ টাকা ২৪ পয়সা।

বছরের ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর,২০) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪৮ টাকা ২০ পয়সা।

৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫০ টাকা ৫৭ পয়সা।

শেয়ার