তীব্র দাবদাহে বগুড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারাদেশের মতো এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। দীর্ঘ ৩৫ বছর পর বগুড়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৬ এপ্রির) বিকেল ৩টার দিকে জেলায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতবছর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ১৯৮৯ সালের পর বগুড়ায় শুক্রবার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে। ৩৫ বছর আগে ১৯৮৯ সালে ২১ এপ্রিল জেলায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।
তিনি আরও জানান, জেলায় তীব্র দাবদাহ আরও কিছুদিন চলমান থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।
এসকে