Top

হারিয়ে যাওয়া ফোন মালিকদের ফেরৎ দিল কুষ্টিয়ার এসপি

২৮ মার্চ, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
হারিয়ে যাওয়া ফোন মালিকদের ফেরৎ দিল কুষ্টিয়ার এসপি
কুষ্টিয়া প্রতিনিধি :

বিভিন্ন সময় হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ৯ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে হারিয়ে যাওয়া উদ্ধারকৃত এসব মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ সুপার মো: খাইরুল আলম ছাড়াও অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রাজিবুল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের (ঈঈওট) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আনিসুল ইসলাম ছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বিভিন্ন সময় এসব মোবাইল ফোন গুলো খোয়া বা চুরি হয়ে যায়। খোয়া যাওয়া মোবাইল ফোনের মালিকগণ এ ব্যাপারে থানায় পৃথক পৃথক সাধারণ ডায়রি করলে কুষ্টিয়া জেলা পুলিশের সদ্য চালু হওয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (ঈঈওট) খোয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন গুলো উদ্ধার করার জন্য মাঠে নামে এবং মোবাইল ফোন গুলো উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সুপার মো: খাইরুল আলম মোবাইল ফোন হারিয়ে অথবা চুরি হয়ে গেলে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় জিডি কিংবা মামলা করার পরামর্শ প্রদান করেন।

এদিকে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন গুলো হাতে পেয়ে এসব ফোনের মালিকগণ কুষ্টিয়া পুলিশের ভূয়সী প্রশংসা করেন এবং চরম উচ্ছ্বাস প্রকাশ করেন। হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলোর মধ্যে রয়েছে রিয়েল মি-৭ আই, শাওমি-এটু. রিয়েলমি সি-১৭, স্যামসাং ১২ প্রো, আইটেল এ৪৮, স্যামসাং এ-১০, রেডমি নোট-৭, রিয়েল মি সি-২০ ও রিয়েলমি ৩০ এভি।

শেয়ার