Top

উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার

৩০ এপ্রিল, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজধানীর উত্তরা এলাকার প্রায় ৮১ শতাংশ খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। উত্তরা ১৭ নং সেক্টর সংলগ্ন উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৮০ কোটি টাকা। জমিটি জি-১৭ নামক একটি আবাসন প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে রেখেছিল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক এর সার্বিক তত্ত্বাবধানে এক অভিযানে এই জমি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

এ খাসজমি উদ্ধার করে সীমানা চিহ্নিত করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, খাসজমি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার ও বাউনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার