Top

রাজশাহীতে র‌্যাব দিয়ে মিথ্যা হয়রানি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

০৬ অক্টোবর, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
রাজশাহীতে র‌্যাব দিয়ে মিথ্যা হয়রানি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে এক যুবককে মিথ্যে মামলায় ফাসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর মতিহার থানার ডাঁশমরী এলাকার বাসিন্দা মৃত লোকমান হোসেনের ছেলে ফরহাদ আহমেদ রকির (২৩) পরিবারে লোকজন নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে রকির পরিবার দাবি করেন, রকির বিরুদ্ধে ষড়যন্ত্র করে উদ্দেশ্যমুলক ভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পরিবারের পক্ষে তার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রকির ছোট বোন ইশরাত জাহান ঐশী বলেন, দীর্ঘদিন থেকেই রকিসহ এলাকার সচেতন কিছু ব্যক্তি মাদক ও জুয়ার বিরুদ্ধে ডাঁশমারী এবং মির্জাপুর এলাকায় কাজ করে আসছে। সে জন্য গত ২০২১ সালের জুনে স্থানীয় কিছু চিহ্নিত মাদক ও জুয়া ব্যবসায়ীর সাথে তাদের দ্বন্দের সৃষ্টি হয়। এমন কি মাদক ব্যবসায়ীদের সাথে এলাকার সচেতন ব্যক্তিদের কথা কাটাকাটি এবং হাতাহাতিরও ঘটনা ঘটে। ওই এলাকার চিহ্নিত মাদক ব্যাসায়ী ঘোষ বাবু, কসাই বাবু, এবং ওলির সাথে হাতাহাতির ঘটনায় উভয় পক্ষই গুরুতর আহত হন।

এ ঘটনায় শুরাফানের মোড় মতিহার কলেজের পাশের এলাকায় এক সময়কার মাদক ও জুয়ার ব্যবসা বন্ধ হয়ে যায়। একই সাথে রকিকে দেখে নেয়ারও হুমকি দেয় মাদব ব্যবসায়ীরা।

তিন আরো বলেন, ঐ ঘটনার জের ধরে কয়েকবার রকিকে ষড়যন্ত্র করে ফাসানোর চেষ্টা করে মাদক সম্রাট ঘোষ বাবু, কসাই বাবু এবং ওলি । এরপর ষড়যন্ত্র করে র‌্যাব দিয়ে গত ২৮ সেপ্টেম্বর রাত ২টা ৪৯ মিনিটে রকিকে অস্ত্র মামলা দিয়ে তারা ফাসিয়ে দেয়।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, বাসায় প্রায় ৩৫-৪০ জন পোশাকধারী ডিবি পুলিশ এবং র‌্যাবসহ বাড়ির ভেতরে অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই জোর করে ঢুকে পড়ে এবং রকিকে বাসা থেকে নিয়ে যায়। কিছুক্ষন পরে বাড়ির বাইরে এলকার মানুষের সামনে বলা হয়, রকির কাছে বিদেশী অস্ত্র পাওয়া গেছে এবং দ্রæতই তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

রকির খালাতো ভাই মনিরুল ইসলাম জানান হানিফ, আব্দুর রশিদ, সজিবসহ আসেপাশের কেউ রকির কাছ থেকে অস্ত্র উদ্ধার হতে দেখে নাই। পরবর্তীতে জানা যায়, রকিকে অস্ত্র মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শী তিন জন সাক্ষী ১. মোঃ রফিক(৩২), ২. মোঃ নাসির উদ্দিন(৩০), ৩. মোঃ আল আমিন(২২)-এর নাম প্রকাশ করা হয়। যারা কোন কিছুই দেখে নাই। আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন।

রকির চাচী শাহানা বেগম জানান এ ধরনের মিথ্যা মামলা নিয়ে ভয়ে আছেন পরিবার ও এলাকাবাসী। তিনি রকির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাটদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানান। তিনি আরো বলেন, এলাকার মাদক সম্রাটদের বিরুদ্ধে পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হলেও কোন কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে রাজশাহী মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার তুহিন জানান বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে মুল ঘটনা জানতে পারবো।

এদিকে র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান রকির বাড়িতে মাদকদ্রব্য থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটিতে মাদকদ্রব্য না পাওয়া গেলেও মিলেছে অস্ত্র। এ ব্যাপারে ফরহাদ আহমেদ রকির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

শেয়ার