Top
সর্বশেষ

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২৪ মার্চ, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

বাংলাদেশ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে কুমারখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহ:স্পতিবার (২৪ মার্চ) সকালে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম মাঠ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি ) শাহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা , থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, সাদকী ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর ইসলাম , উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকরা একাডেমী ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার