Top

রাঙামাটিতে বাস চাপায় দুই ডিজিএফআই ফিল্ড অফিসার নিহত

২৫ এপ্রিল, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ
রাঙামাটিতে বাস চাপায় দুই ডিজিএফআই ফিল্ড অফিসার নিহত
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি শহরে বাস চাপায় রুহুউল্লাহ (২৫) এবং আবু দাউদ (২৮) নামের দুইজন ডিজিএফআইয়ের ফিল্ড অফিসার নিহত হয়েছেন।

সোমবার (২৫এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দিনগত রাতে ডিজিএফআইয়ের দুই ফিল্ড অফিসার মোটরসাইকেলযোগে শহরের কলেজগেইট এলাকার দিকে যাওয়ার সময় বিপরিত দিক থেকে চট্টগ্রাম থেকে আসা গণপরিবহন বাসটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুই ডিজিএফআই ফিল্ড অফিসার গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আমরা বিস্তারিত পরে জানাচ্ছি।

শেয়ার