Top

ভোলার শশীভূষণে নবী প্রেমীদের বিক্ষোভ

১১ জুন, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
ভোলার শশীভূষণে নবী প্রেমীদের বিক্ষোভ
ভোলা প্রতিনিধি :

ভারতে ক্ষমতাসীন বিজেপি’র দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা:) প্রিয় নবীকে অপমান-অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে সারা দেশের ন্যায় ভোলার শশীভূষণে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছেন।

শনিবার ( ১১ জুন) সকাল ১১ টার দিকে শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সর্বোস্তরের তাওহীদি জনতার আয়োজনে বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এওয়াজপুর নতুন বাজার সমাবেশে অনুষ্ঠিত হয়।

সম্পতি হযরত মুহাম্মদ (সা:) প্রিয় নবীকে নিয়ে অপমান-অবমাননাকর মন্তব্য করেন বিজেপি’র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা হাতে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মন্তব্য করে এবং মুসলিমদের অপমান-অবমাননা করে কথা বলে থাকে। আমরা তাদেও এ মন্তব্যের তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্বমুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

এছাড়াও বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) প্রিয় নবীকে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডের নিন্দা
জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

বক্তারা আরও বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অপমান-অবমাননা করে রাসুল করীম (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো
দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। এবং যারা নবীকে নিয়ে অপমান-অবমাননাকর মন্তব্য করে তাদের ফাঁসি দাবী করছি।

শেয়ার