Top

মাগুরায় উৎপাদনশীলতা গুরুত্ব বিষয়ে সেমিনার

১১ নভেম্বর, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
মাগুরায় উৎপাদনশীলতা গুরুত্ব বিষয়ে সেমিনার
মাগুরা প্রতিনিধি :

মাগুরায়  উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব বিষয়ে ১০০ জন  ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী সেমিনার করেছে শিল্প মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর ২০২২) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এ সেমিনারের আয়োজন করে। জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশন এর মহাপরিচালক মেজবাহুল আলম। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান,  বিসিক মাগুরার উপ-ব্যবস্থাপক ফরিদা ইয়াসমিনসহ অন্যরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মো. রাজু আহমেদ, মাগুরা নাসিব এর সভাপতি মাহবুবুর রহমান সিদ্দিকী প্রমুখ। সেমিনারে উৎপাদনশীলতা বৃদ্ধি করনে উৎপাদন ও ব্যয়ের সমন্বয়, জনবল ব্যবহার, মূলধনের নিরাপত্তাসহ ব্যবসা পরিচালনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

শেয়ার