Top

ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ করদাতার পুরস্কার পেল ইসলামী ব্যাংক

১২ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ করদাতার পুরস্কার পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৯-২০২০ করবর্ষে ব্যাংকিং খাতে ২য় সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপির কাছ থেকে ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা ১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

এ সময় কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) অপূর্ব কান্তি দাস ও বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক মো. রেজাউল করিম চৌধুরীসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার